ওড়িশা প্রফেশনাল অ্যাসোসিয়েশনে (ওপিএ) র মেগা স্বাস্থ্য সেবা শিবির


ওডিশা প্রফেশনাল অ্যাসোসিয়েশন (ওপিএ) শনিবার নাকতলা অরবিন্দ সংঘ প্রাঙ্গণে একটি মেগা হেলথ কেয়ার ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে 600 টিরও বেশি ওষুধ, গ্যাস্ট্রো, ইএনটি, এসিজি, লিপ্ট প্রফল, জেনারেল মেডিসিন টেস্ট দেওয়া হয়। মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের সাহাযোগিতাএ চিকিৎসক ওয়াসিম ভারু রহমান, ডাঃ রামানন্দ দত্ত প্রমুখ রোগীদের পরীক্ষা করেন। এদিন শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা, সমাজসেবী রেণুকা রথ, অরবিন্দ সংঘের সম্পাদক সুমিত কুমার ঘোষ, সহ-সম্পাদক পার্থ ঘোষ। অতিথিদের স্বাগত জানান ওপিএ সম্পাদক সুমিত জেনা। সনাতন বণিক, রাধাকান্ত পাত্র, অজয় কুমার আগরওয়াল, অসিত রঞ্জন জেনা, সরোজ কুমার সোয়াইন, গোপবন্ধু পারিডা, পতিতপাবন বিশ্বাল, মধুস্মিতা বিশ্বাল, অলোক সামন্ত, অলোক নায়ক, সাম্যক জেনা, লোপামুদ্রা পট্টনায়েক, দীপক সোয়াইন প্রধান সঞ্চালক ছিলেন। এছাড়া স্বাস্থ্য সেবা শিবিরে বিপুল সংখ্যক প্রফেশনাল অংশগ্রহণ করে এই বাঁধ সেবার কাজের প্রশংসা করেন।

Leave a Reply