Spread the love

 এবারে দুয়ারে জলের ‘বিশুদ্ধতা’ পরীক্ষা করবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, 

আপনি গ্লাস হাতে নিয়ে তেষ্টার মুখে যে জল খাচ্ছেন, তা বিশুদ্ধ, পরিশ্রুত তো? তাতে কোনও জীবানু নেই তো? পশ্চিমবঙ্গ সরকার এবার তা পরীক্ষা করবে।  কোভিডের দাপট খানিক হালকা হতেই বেড়েছে ডেঙ্গির প্রকোপ। এই পরিস্থিতিতে পানীয় জল থেকে নতুন করে যাতে কোনওরকম রোগ না ছড়ায় সেই প্রস্তুতি শুর করে দিয়েছে রাজ্য সরকার। শুরু হচ্ছে সরকারের নতুন প্রকল্প, দুয়ারে জল পরীক্ষার সুযোগ। সূত্রের খবর, বাড়ি বাড়ি ঘুরে পানীয় জল বিশুদ্ধ কিনা তা পরীক্ষা করে দেখার উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। গ্রামেগঞ্জে, শহরে বা মফঃস্বলে কিছু বাড়িকে চিহ্নিত করা হবে এই প্রক্রিয়ায়। সেই সমস্ত বাড়িতে গিয়ে জল পরীক্ষা করে দেখবেন আশাকর্মীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজের সঙ্গে যুক্ত আশাকর্মীদের যুক্ত করা হয়েছে। এতে তাঁদের বাড়তি কিছু আয় হবে। সরকারি খরচেই হবে এই জলপরীক্ষা। তবে কোনও নাগরিক চাইলে আলাদা করে তাঁদের বাড়ির জল পরীক্ষা করে দেখতে পারেন। আশাকর্মীরাই সেই কাজ করে দেবেন। সেক্ষেত্রে সামান্য কিছু বাড়তি টাকা লাগতে পারে। আশাকর্মীদের কাছে থাকবে ফিল্ড টেস্ট কিট। এর মাধ্যমেই জল পরীক্ষা করে দেখবেন তাঁরা। তারপর সেই রিপোর্ট সরকারি পোর্টালে আপলোডও করবেন। এই কাজের জন্য বাড়ি পিছু ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের। অপরিশ্রুত জল থেকে যাতে কোনও রোগ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ সরকারের। সূত্রের আরও খবর, প্রথম পর্যায়ে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট কিছু বাড়ি চিহ্নিত করে দেওয়া হলেও পরবর্তী সময়ে সব বাড়িতেই হবে এই জল পরীক্ষা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *