Spread the love

এবার দলবদলে শুভেন্দুর খাসতালুক হলদিয়ার বিধায়িকা? 

সেখ জাহির আব্বাস

এবার দলবদলে নাম উঠছে শুভেন্দু অধিকারীর খাসতালুক হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের নাম।যদিও এই জল্পনা উড়িয়েছেন খোদ বিধায়িকা। তবে সিপিএম ছেড়ে বিজেপিতে আসা এই বিধায়িকা তাড়াতাড়ি দলবদলে আগ্রহী বলে তৃণমূল শিবিরের খবর।  একুশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা আশাবাদী ছিলেন, রাজ্যে বিজেপিই সরকার গড়বে। সেই সময় একে একে বহু তৃণমূল নেতা দলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে হাতে তুলে নিয়েছিলেন বিজেপির পতাকা। তবে বছর ঘোরার আগেই ছবিটা বদলেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি তুলনামূলক ভাল ফল করলেও লক্ষ্যের আশেপাশেও পৌঁছতে পারেনি। তারপর থেকেই শুরু হয়েছে ভাঙন। বহু নেতা যাঁরা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, এখন তাঁদের অনেকেই ফিরতে মরিয়া। তবে কর্মীদের সংঘবদ্ধ রাখার চেষ্টার ত্রুটি রাখছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব।এই পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে হলদিয়া গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  সেখানে তিনি বলেছিলেন, ‘নভেম্বরে হলদিয়া জুড়ে গেরুয়া পতাকা উড়বে’। তাঁর পালটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল। শুভেন্দু অধিকারীর দাবি ধুলিস্মাত্‍ করে তিনি বলেছেন, ‘একাধিক বিজেপির নেতা কর্মী তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন। সেই তালিকায় রয়েছেন তাপসী মণ্ডলও’। এই নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সকলেরই প্রশ্ন, তবে কি ফের দলবদলের পথে তাপসী? যদিও এই জল্পনা ভিত্তিহীন বলেই দাবি তাঁর।উল্লেখ্য, শুধু নিচুতলার কর্মীরাই নন। কয়েকমাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। সদ্যই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম গত বৃহস্পতিবারই দাবি করেছেন, এমন একজন তৃণমূলে আসবেন, যার কথা বিজেপি কল্পনাও করতে  পারবেনা। চাপা স্রোত বইছে বিজেপির অন্দরে।তাই রাজনৈতিক মঞ্চে কে কোথায় দেখা যাবে তা বোঝা মুস্কিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *