শান্তনু দত্ত,
শনিবার সন্ধায় কলকাতার আমহাষ্ট স্ট্রিটের পোস্ট অফিস মোড়ে আম উৎসবের সূচনা ঘটলো। ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরীর উদ্যোগে এই আম উৎসব।এবারে নবম বর্ষে পড়লো রসনাতৃপ্ত বাঙালির আম উৎসবটি।এদিন এই আম উৎসবে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।