Spread the love

টিকাকরণ কর্মসূচির ন মাস পরেও দুটি টিকা নেননি ১৫ লক্ষ স্বাস্থ্যকর্মী 

সেখ জাহির আব্বাস
গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন নেওয়ার কর্মসূচি। স্বাস্থ্য কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ভ্যাক্সিন পেতে। সেখানে গত ৩০ সেপ্টেম্বর অবধি হিসাবে দেখা গেছে ১৫ লক্ষ স্বাস্থ্য কর্মী টিকার দুটি ডোজ নেননি।২৬ অগাস্টের হিসাবে দেখা গিয়েছিল, স্বাস্থ্যকর্মীদের মধ্যে দু’টি ডোজ নিয়েছেন ৮৩ শতাংশ। সেপ্টেম্বরের শেষে পাওয়া হিসাব থেকে বোঝা যায়, এখনও বহু ডাক্তার এবং নার্স ভ্যাকসিন ছাড়াই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, ‘কয়েকটি রাজ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ ঠিকমতো এগোয়নি। আমরা ওই রাজ্যগুলির মনোযোগ আকর্ষণ করেছি।’ স্বাস্থ্যসচিব জানান, ওই রাজ্যগুলি এখন তালিকা মিলিয়ে দেখছে কারা দ্বিতীয় ডোজ নেননি। স্বাস্থ্যসচিব গত বৃহস্পতিবার নির্দিষ্ট তথ্য দিয়ে বলেন, দেশের জনসংখ্যার ৬৯ শতাংশ কোভিড ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন। দু’টি ডোজ পেয়েছেন ২৫ শতাংশ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, এবার থেকে জাইদাস ক্যাডিলার তিনটি ডোজও আমাদের দেশে দেওয়া হবে। ওই ডোজ ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় না। তার দামও কোভিশিল্ড ও কোভ্যাকসিনের থেকে আলাদা হবে। সরকার জানিয়েছে, আমাদের দেশের বহু অঞ্চলে জনবসতির ঘনত্ব অত্যাধিক। ওই এলাকাগুলিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া সহজ। তাই আসন্ন উত্‍সবের দিনগুলিতে সকলে যেন সতর্ক থাকেন। একইসঙ্গে সরকার জানায়, গত সপ্তাহে দেশে যতজন কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৫৯.৬৬ শতাংশ কেরলের বাসিন্দা। ওই রাজ্যে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষের বেশি। একটি মহল থেকে অভিযোগ উঠেছিল, বর্তমানে কোভিড টেস্টের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। সরকার ওই অভিযোগ উড়িয়ে দিয়ে জানায়, দৈনিক ১৫ থেকে ১৬ লক্ষ মানুষের টেস্ট করা হচ্ছে। দেশের ১৮ টি জেলায় কোভিড পজিটিভিটি রেট পাঁচ থেকে ১০ শতাংশের মধ্যে। ৩০ টি জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। এরই মধ্যে করোনার ভ্যাকসিন কোভ্যাকসিন নিয়ে টানাপড়েন চলছে। ভ্যাকসিন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে কিনা সে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে কিছু জানায়নি এতদিন অবধি। কিছুদিন আগেও ভ্যাকসিন নিয়ে সেফটি ট্রায়ালের রিপোর্ট সহ নানা নথিপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল ভারত বায়োটেককে। তাতেই মনে হয়েছিল বিদেশযাত্রায় এখনই কোভ্যাকসিনে অনুমতি নাও মিলতে পারে। তবে সম্প্রতি হু-র তরফে জানানো হয়েছে, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে আগামী অক্টোবরের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাছাই করা ভ্যাকসিন তালিকায় নাম উঠতে পারে কোভ্যাকসিনের।এখন দেখার ১৫ লক্ষ স্বাস্থ্যকর্মী কত দ্রুত দুটি টিকা নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *