Spread the love

উডল্যান্ডসের আন্তর্জাতিক নার্স দিবস পালন

রাজকুমার দাস,

ইংরেজ সমাজ সংস্কারক ও আধুনিক নার্সিংএর জননী মহিয়সী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক নার্সিং দিবস হিসাবে পালিত হয়। এই উপলক্ষে কলকাতার উডল্যান্ডস মাল্টি স্পেসালিটি হাসপাতাল আলিপুরের ন্যাশানাল লাইব্রেরি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যার মুল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও চিকিৎসকদের উপস্থিতিতে হাসপাতালের অভিজ্ঞ ও সিনিয়ার নার্সদের বিশেষভাবে সন্মানিত করা হ্য়। এই অনুষ্ঠানেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বছরের আন্তর্জাতিক নার্সিং দিবস পালনের এই বছরের ভাবনা ‘আমাদের নার্সরাই আমাদের ভবিষ্যত’ পোস্টাররূপে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রূপালী বসু তাঁর ভাষণে সারা বছরের কঠোর পরিশ্রমের জন্য হাসপাতালের সিস্টারদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। উডল্যান্ডস স্কুল অফ নার্সিং এর উপস্থিত প্রায় পাঁচশ ট্রেনি নার্সের প্রবল হর্ষ ধ্বনির মধ্যে ডা. বসু তাঁর হাউস স্টাফশিপের সময় হাসপাতালের নার্স দিদিদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন ‘উনিশশ নব্বই একানব্বই সালে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর হাউস স্টাফ শিপের সময় নিয়মিত সিস্টারদের সহযোগিতা পেতেন, .. সিস্টার আর সদ্য পাসকরা বা জুনিয়ার ডাক্তাররাই আসলে হাসপাতাল চালিয়ে থাকেন’।
মুল অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আবৃত্তি, সংগীত ও নৃত্যে হাসপাতালের সিস্টাররা অংশগ্রহণ করেন, মুল অনুষ্ঠানের আগে গত এক সপ্তাহ ধরে হাসপাতালে যে সব সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেগুলির কৃতিদের পুরষ্কার প্রদান করা হয়। ভিন রাজ্যের সিস্টারদের পরিবেশিত রবীন্দ্র সংগীত ও নৃত্য দর্শকদের বিশেষ ভাবে মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *