Spread the love

ইমাম মোয়াজ্জেনদের ‘নিজ গৃহ নিজ ভূমি ‘ প্রকল্পে আনার দাবি


‘অল বেঙ্গল ডিস্ট্রিক ইমাম এন্ড মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনে’র হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লাক শাখার উদ্যোগে জগৎবল্লভপুর মীর পাড়া জুম্মা মসজিদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার । উক্ত সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার  জেলা ইমাম জনাব মাওলানা মুফতি আইয়ুব আলী সাহেব, তিনি উপস্থিত সকল ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন যে -‘বিগত সরকার যা করতে ব্যর্থ হয়েছিল তা বাস্তবায়িত করলে বর্তমান সরকার। বছরের পর বছর ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকা তছরুপ হয়েছে বাংলায়। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন করিনি বর্তমান সরকার  উদ্যোগে  ওয়াকফ বোর্ড থেকে ইমাম-মুয়াজ্জিনদের সাম্মানিক ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে  এর জন্য  মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান। তার সাথে সাথে সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি ইমাম সাহেবদের বর্তমান  করোনা সংক্রমণ নিয়ে ইমামগণের আরও সচেতন বাড়াতে হবে  ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষকে সচেতন করতে হবে এবং বাংলায় শান্তি বজায় রাখার আহ্বান জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি এফ এর রাজ্য সহ-সভাপতি ও জগৎবল্লভপুর ইমাম ব্লক প্রতিনিধি জনাব এসকে নুর আলী তিনি বলেন -‘ ভারতবর্ষের এমন একজন সরকার দিল্লীতে বসে আছে যা স্বাধীনতার ৭৫ বছরে এমন সরকার দেখিনি, গণতন্ত্রকে হত্যা করে দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট কে অপব্যবহার করে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে দেশে অরাজকতা তৈরি করার প্রচেষ্টা চালিয়ে আসছে।  কখনো বা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। কখনো বা  কৃষি আইন এর ন্যায় কালা আইন  একটা সম্প্রদায়ের উপরে টার্গেট করে দেশের সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা চালিয়ে নিজেদের আসছে যেমন ত্রিপুরার ধর্মীয় স্থান মসজিদের উপর আঘাত হানি ও উগ্র হিন্দুত্ববাদ আরএসএস মসজিদ মন্দির গির্জা ধর্মস্থান কে নিয়ে রাজনীতি করে টিকে থাকতে চায়। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন বাগনান (২) ব্লকের প্রতিনিধি জনাব মোঃ খাইরুল বাশার তিনি বলেন- রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প চালু করতে হবে ,বাজারমূল্যে ইমাম-মুয়াজ্জিনদের ভাতার বৃদ্ধি দাবি জানান আরো, উপস্থিত ছিলেন। ডোমজুড়  প্রতিনিধি আশিক ইকবাল, আমতা(১) প্রতিনিধি ইমাম উদ্দিন উলুবেরিয়া (২) এর ব্লক প্রতিনিধি জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব ,এমডি ইয়াসিন শেখ আলাউদ্দিন,  আফতাব উদ্দিন নাইয়া, ফারুক আহমেদ,শেখ বাকি বিল্লাহ ,শাহাদুল ইসলাম ,শেখ কামাল উদ্দিন, কারী সাইফুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *