মোল্লা জসিমউদ্দিন,

আসন্ন নভেম্বর মাসে মোবাইল আপসের মাধ্যমে  নিউটাউন এলাকায় দশকিমি এলাকা জুড়ে  ‘ইভ্যাটো অটো ট্যাক্সি’ পরিষেবা শুরু হচ্ছে।গত শুক্রবার দুপুরে কলকাতার পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা জানিয়েছেন ‘ইভাজন’ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মহম্মদ আরিফ, কলকাতা যুবা রেসিং এর সহ প্রতিষ্ঠাতা তথাগত মুখার্জি।

Leave a Reply