Spread the love

আদালত অবমাননার মুখে পূর্ত আধিকারিক 

মোল্লা জসিমউদ্দিন,
এবার আদালত অবমাননার অভিযোগ উঠলো  নদীয়া হাইওয়ে ডিভিসনের এক পূর্ত আধিকারিকের  বিরুদ্ধে। বৃহস্পতিবারই তাকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন  কলকাতা হাইকোর্টের আইনজীবী মুকুল বিশ্বাস। মুকুল বাবু জানান, -” ১৬ টি বে-আইনি নির্মাণ ভাঙার জন্য গত মাসের দুই তারিখে পিডব্লুডিকে নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এক মাসের সময় বেঁধে দেন তিনি। কিন্তু এই নির্দেশ পেয়েও হাত গুটিয়ে বসে ছিলেন পিডব্লুডির আধিকারিক। শুধু তাই নয়, বিভিন্ন আছিলায় ইচ্ছে করে তারা এই নির্দেশ অমান্য করতে থাকেন। এইভাবে হাইকোর্টের নির্ধারিত সময় পার হয়ে গেলেও বে-আইনি নির্মাণ একটিও ভাঙা হয়নি”। মামলাকারীর আইনজীবী মুকুলবাবু জানান, -“উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইচ্ছে করে ওই ইঞ্জিনিয়ার আদালতের নির্দেশ মানেননি। আদালত অবমাননার মামলা দায়েরের আগে সাত দিনের সময় দিয়েছি আমরা। এর মধ্যে কাজ না হলে পিডব্লুডি-র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জেল ও জরিমানা দুটিরই আবেদন জানাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *