Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,
সুপ্রিম কোর্টে  বাংলার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে এক সপ্তাহ সময় চাইলো কেন্দ্রীয় সরকার।তা মঞ্জুরও করে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার শীর্ষ আদালতে ফের শুনানি হতে চলেছে।প্রাক্তন আমলা আলাপন মামলার। মামলা স্থানান্তর নিয়ে কলকাতা হাইকোর্টে জয় পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সোমবার সপ্তাহের শুরুতেই ছিল কেন্দ্রীয় সরকারের সেই আবেদনের শুনানি।বিষয়টি সম্পর্কে শীর্ষ আদালত কে বিস্তারিত জানানোর জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল বিচারপতির কাছে সময় চেয়ে নেন। তা মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে ।শুনানির সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় দেওয়ার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। এতে কী ক্ষতি হয়েছে? তা বিচারপতি এ এম খানউইলকর পাল্টা জানতে চান সলিটর জেনারেল এর কাছ থেকে । এর পর কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, মামলাটির বিস্তারিত তথ্য জানানোর জন্য আদালতে হলফনামা দেওয়া হবে। সে জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দেয় শীর্ষ আদালত।আলাপনের নির্ধারিত অবসরের ঠিক আগেই তাঁর কার্যকালের মেয়াদ সাময়িক বাড়ানো হয়েছিল। তবে সেই সময়সীমা পর্যন্ত কাজ করেননি তিনি। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে তিনি অবসর নেন নির্দিষ্ট দিনে অর্থাৎ ৩১ মে, ২০২১। এর পর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। এই তদন্ত খারিজের দাবিতে ক্যাট-এর কলকাতা বেঞ্চে যান আলাপন। সেই সঙ্গে এ-ও জানান, অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তাঁর যে সুযোগ-সুবিধা প্রাপ্য, তা তিনি পাচ্ছেন না। সেখানে কোনও স্থায়ী সমাধান হওয়ার আগে গত ২২ অক্টোবর মামলাটি দিল্লিতে স্থানান্তরিত হয়।এরপর কলকাতা হাইকোর্টে ক্যাটের দিল্লির স্থানান্তরিত করা নিয়ে জয় পান আলাপন।এই জয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় কেন্দ্রীয় সরকার।সোমবার এই আপিল পিটিশনের শুনানি চলে। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে এক সপ্তাহের সময়সীমা চাওয়া হয় বিস্তারিত তথ্য জানাতে।আদালত তা গ্রহণ করে থাকে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *