আগরতলার থানায় হাজিরা দিতে অসুস্থ কুণাল ঘোষ 

মির্জা মহঃ মশিহুর রহমান,


মঙ্গলবার ত্রিপুরার আগরতলার এনসিসি থানায় হাজিরা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।আগরতলায়  গিয়ে তাঁর শরীর খারাপ হয়েছে। কুণাল ঘোষ জানিয়েছেন -‘ তাঁকে প্রথমে খোয়াই থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। সেখান থেকে পরে আবার জানানো হয়, আগরতলায় এনসিসি থানায় হাজিরা দিতে যেতে হবে’ । সেই থানায় গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালিকে কেন্দ্র করে চাপানউতোর চলছে। আজ অভিষেকের পদযাত্রার কথা ছিল। তবে সেদিন ধর্মঘট ডাকা হয়েছে। কুণাল ঘোষ টুইটারে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেছেন, -‘ত্রিপুরা বিজেপি ভয় পেয়ে এসব করছে। ক তৃণমূলকে এভাবে আটকানো যাবে না’। 

Leave a Reply