আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টপাধ্যায়ের ‘গ্যাংস্টার’ সাড়া ফেলছে পাঠকমহলে
মোল্লা জসিমউদ্দিন ,
কলকাতা হাইকোর্টে ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী হিসাবে জয়ন্তনারায়ণ চট্টপাধ্যায় এক পরিচিত নাম।কখনো বীরভূমের এক টিভি নিউজ চ্যানেলের সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়ে জোর সওয়াল-জবাব করতে দেখা যায় তাঁকে।আবার কখনো বা সারদার মত হাইপ্রোফাইল মামলায় অন্যতম আইনজীবী হিসাবে পাওয়া যায় তাঁকে।তবে আইনী সওয়াল-জবাবের পাশাপাশি অন্ততদন্তমূলক অপরাধের নানান চিত্র ফুটে উঠে তাঁর কলমে।ইতিমধ্যেই ‘গরদের আড়ালে’, ‘সাদা কালো’, ‘দৌড়’ বইগুলি পাঠকের কাছে সমাদৃত হয়েছে। এতে নবতম সংযোজন হলো – ‘গ্যাংস্টার’। সম্প্রতি কলকাতার ১০ এইচ, মনোহরপুকুর, ২য় লেনে ‘উইন্ডোজ প্রোডাকশন’ এর পরিচালনায় আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টপাধ্যায় এর নুতন বই প্রকাশিত হয়েছে। ওই শুভ উদঘাটনী সভায় ছিলেন দুই চিত্রপরিচালক নন্দীতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ দেবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রকাশক দীপ্তাংশু মন্ডল প্রমুখ। এই আইনজীবীর প্রথম বই প্রকাশ গতবছর ২৫ সেপ্টেম্বর। তখন দুটি বই প্রকাশিত হয়েছিল। ‘গরাদের আড়ালে’ এবং ‘সাদা কালো’।এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল ‘দৌড়’ বইটি। সম্প্রতি প্রকাশিত হলো বর্তমান যুব সমাজের অপরাধের প্রেক্ষিতে ‘গ্যাংস্টার’ ।করোনা আবহে সাড়ে দশ মাসে চার চারটি বই লিখে ফেললেন তিনি। সব বই গুলোই পেশাগত আইনী জীবনের অভিজ্ঞতার থেকেই লেখা। ‘গ্যাংস্টার’ বই টিতে, অল্পবয়সী শিক্ষিত ছেলেরা কিভাবে, কম সময়ের মধ্যে বেশী টাকা রোজগারের আশায় পিস্তল হাতে তুলে নিচ্ছে, ‘গ্যাংস্টার’ হয়ে যাচ্ছে সমাজের বুকে, সেই কথাই বলা হয়েছে।কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে টানা ২২ বছর রয়েছেন। মারণ ভাইরাস করোনা আবহে আদালতের স্বাভাবিক ছন্দ যখন হারিয়ে রয়েছে। ঠিক তখন বিশ বছরের বেশি অজশ্র ফৌজদারি মামলায় আইনজীবী হিসাবে সওয়াল-জবাবের প্রয়োজনে অপরাধের বিভিন্ন তথ্য অনুসন্ধানে বই লিখে ফেললেন চার চারটি।ইতিমধ্যেই গ্যাংস্টার বই টি উদঘাটনে আসা দুই ভিন্নধর্মী সিনেমার চিত্রপরিচালক এই আইনজীবীর প্রকাশিত বই ঘিরে আগামী দিনের সিনেমা বানানোর সম্ভাবনা জিইয়ে রাখলেন।কলেজস্ট্রিটের বইপাড়ায় এই বই কিনতে ভীড় ক্রমশ বাড়ছে বলে বইবিক্রেতাদের দাবি।