আইকোর মামলায় সিবিআইয়ের সম্মুখীন প্রাক্তন মেয়র শোভনদেব 

মোল্লা শফিকুল ইসলাম দুলাল
বৃহস্পতিবার দুপুরে কলকাতার সিবিআই অফিসে আইকোর চিটফান্ড মামলায় তদন্তে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভনদেব চট্টপাধ্যায়। এদিন তার সাথে ছিলেন ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড়ে উত্তম মঞ্চ নিয়ে এদিন জেরা করা হয়। জেরা থেকে বেরিয়ে শোভনবাবু বলেন, -“উত্তম মঞ্চের বিভিন্ন বিষয়ে তাঁকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসা করেছেন। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন”। কলকাতার প্রাক্তন মহানাগরিকে বলেন,-” ফাইল দেখতে দেখতে তিনি নস্টালজিক হচ্ছিলেন। একসময় উত্তম মঞ্চ ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরির কথা হয়েছিল। তার জন্য উত্তম মঞ্চ কিনে নিয়েছিল আইকোর। পরে পুরসভা অর্থ দিয়ে আইকোরের থেকে ফের উত্তম মঞ্চ কিনে নেয়”। এই সংক্রান্ত বিষয়েই এদিন শোভনকে জেরা করেন গোয়েন্দারা। শোভনবাবু জানিয়েছেন, তাঁকে সাক্ষী হিসেবে ডেকেছিলেন গোয়েন্দারা। আইকোর মামলায় এর রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মানস ভুঁইয়াকে দফতরে গিয়ে জেরা করেছিল সিবিআই। এদিন দেখা গেল শোভনকে জেরা করলেন তদন্তকারীরা। এখন দেখার শোভনদেব চট্টপাধ্যায়ের দেওয়া তথ্য নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা এই মামলার অগ্রগতি পান কিনা?

Leave a Reply