অসম ভবনে সিপিএমের যুব সংগঠনের বিক্ষোভ
সাধন মন্ডল,
, অসম পুলিশের গুলিতে নিহত দুইজনের ঘটনায় কলকাতাতে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।কলকাতার রাসেল স্ট্রিটে অসম ভবনের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি। তার আগে বেলা একটায় ভাষা ও চেতনা সমিতি এবং আরও কয়েকটি সংগঠন যৌথ অভিযানের ডাক দিয়েছে। সূত্রের খবর, অভিযান এবং বিক্ষোভের খবর পেয়ে অসম ভবনের নিরাপত্তা জোরদার করছে পুলিশ। ভাষা ও চেতনা সমিতির বক্তব্য, উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষীদের। গত সোমবার অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। প্রায় আটশো পরিবারকে উচ্ছেদ করে পুলিশ। ফের বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চলে। তখন পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের লড়াই বাধে। পুলিশ গুলি চালালে দু’জন মারা যান। বহু মানুষ আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।এই ঘটনায় তীব্র চাপানউতোর চলছে।