Spread the love

অসত উপায়ে শাহজাহানের ২৬০ কোটি, আদালতে ইডি

নিজস্ব প্রতিনিধি, 

সোমবার কলকাতার সিটি সেশন কোর্টে ইডি এজলাসে উঠে সন্দেশখালি মামলা।অসত উপায়ে ২৬০ কোটির সম্পত্তির মালিক হয়েছেন শাহজাহান শেখ । এদিন তা  বিশেষ আদালতে  জানাল ইডি। সোমবার শাহজাহান-সহ চারজনকে তোলা হয় ইডির বিশেষ আদালতে। সেখানেই ইডি একাধিক তথ্য তুলে ধরে। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, -‘চিংড়ি আমদানি-রপ্তানিতে শাহজাহানের বিপুল সম্পত্তি হয়েছে’। বেআইনিভাবে দখল করা জমি ব্যবহার করে শাহজাহান বিপুল সম্পত্তি তৈরি করেছে বলেও এদিন দাবি করেছে ইডি। মোট ২৬০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে জানানো হয়েছে।এদিকে এদিন ধৃত শেখ আলমগীরের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। আদালতে জানানো হয় যে, শেখ আলমগীরের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই। তাই শেখ আলমগীরের জামিনে মুক্তি পাওয়া প্রয়োজন। কিন্তু এই আর্জিতে সাড়া দেয়নি আদালত। তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি  রয়েছে ১০ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *