অভিষেক পত্নীর ভার্চুয়াল নয় ‘সশরীর’ হাজিরা চায় দিল্লি কোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার দুপুরে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে উঠেছিল ইডির কয়লা পাচার মামলা।এই মামলায় ভার্চুয়াল হাজিরা চেয়েছিলেন অভিষেক পত্নী। তবে দিল্লির এই আদালত ভার্চুয়াল নয় সশরীর হাজিরার নির্দেশ দেয়। আগামী ১২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।আজ শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে প্রকাশ , এবার অভিষেকপত্নী হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ভাবনা রয়েছে তদন্তকারীদের।কয়লা কাণ্ডে আর্থিক লেনদেন নিয়ে আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার ইডি তাঁকে দিল্লির আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। একাধিকবার সেই সমন পাঠানো হয়। তবে নিজের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন তিনি। তদন্তকারী সংস্থা কে তিনি জানান, ‘বাড়িতে দুই ছোট সন্তান রয়েছে তাঁর। এই করোনা আবহে তাঁদের রেখে দিল্লি যাওয়া সম্ভব নয়। তাই ইডি যেন তাঁকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে’।এদিন অভিষেকপত্নী।কে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। দিল্লি যেতে না পারায় ভার্চুয়াল ভাবে তিনি আদালতে উপস্থিত হন। বেলা পৌনে বারোটা নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, ‘তদন্তে সহযোগিতার জন্য তাঁর মক্কেল অনলাইনে হাজির হয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক’। ইডির আইনজীবী পালটা দাবি করেন যে -‘সশরীরেই আসতে হবে রুজিরাকে। এভাবে জিজ্ঞাসাবাদে রাজি নয় ইডি’। এরপর সংক্ষিপ্ত সওয়াল-জবাব শেষে বিচারকরা জানান, আগামী ১২ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে আসতে হবে।কয়লা কাণ্ডে তদন্তে নেমে কয়েকমাস আগে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। পরবর্তীতে তাঁর দেওয়া বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তারই অংশ হিসেবে রুজিরাকে দিল্লির আদালতে হাজির করে জেরার আরজি জানিয়েছিল ইডি।এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১২ অক্টোবর।