অভিনেতা সির্দ্ধাথ শুক্লার ভিসেরা রিপোর্ট প্রকাশ্যে এলো
ওয়াসিম বারি ,
মৃত্যুর কারণ ঠিক কি? সামনে এলো অভিনেতা সির্দ্ধাথ শুক্লার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। এই মৃত্যু স্বাভাবিক কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত সিং রাজপুতের মত বিগবস জয়ী অভিনেতা সির্দ্ধাথ শুক্লার মৃত্যু কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা যায়। গত বুধবার রাত ৩ টে নাগাদ নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন তিনি।অভিনেতার মা এক গ্লাস জল খাওয়ার চেস্টা করলে তা সম্ভব হয়নি।এরপর অভিনেতার দুই বোন তাদের পারিবারিক ডাক্তার কে বাড়িতে আনেন।ততক্ষণে গোটা শরীর অসাড় তখন অভিনেতার। মুম্বাইয়ের কুপার হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় স্থানীয় থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দাখিল করে থাকে। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ ভিসেরা রিপোর্ট প্রকাশ্যে আসে।সেখানে উল্লেখ রয়েছে যে, অভিনেতার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। এটা কে স্বাভাবিক হৃদরোগে মৃত্যু বলে অনেকেই মনে করছে।তবে ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট এখনো আসেনি।সেটি পাওয়া গেলে পরিস্কার হয়ে যাবে অভিনেতার মৃত্যু রহস্য। বিগবস জেতার পর এই অভিনেতা ‘বালিকা বধূ’ ‘ ‘দিল সে দিল তক’ জনপ্রিয় ধারাবাহিকে সাফল্য পেয়েছিলেন। ‘ফিয়ার ফ্যাক্টর’ এবং ‘ঝলক দিখলা যা’ রিয়েলটি শো তে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা।