Spread the love

অবৈধ বাংলাদেশী কে পুলিশের হাতে তুলে দিলেন আইনজীবী 

মোল্লা জসিমউদ্দিন টিপু,

গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি কে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্টের আইনজীবী।চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণ প্রহার করছিলেন এলাকাবাসী। দূর থেকে এই ঘটনা দেখতে পেয়ে ছুটে যান কলকাতা হাইকোর্টের আইনজীবী মুকুল বিশ্বাস। উন্মত্ত জনতাকে থামিয়ে পুলিশে ফোন করেন তিনি। দ্রুত ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। ঘটনাটি বুধবার দুপুরে নদিয়ার গোরাচাঁদতলা গ্রামের। তদন্তে দেখা যায়, ওই ব্যক্তি এক জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদেশে থাকার বৈধ নথি নেই তার কাছে। তবু এই এলাকায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। এলাকায় একাধিক চুরির ঘটনায় তার প্রতি সন্দেহ হয় সকলের। এদিন এলাকার একটি লটারির দোকানে চুরি করতে গিয়ে তিনি হাতে নাতে ধরা পড়ে যান। তখনই উত্তেজিত এলাকাবাসী তাকে মারতে শুরু করে। যারা এই বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিলেন তাদের বিরুদ্ধেও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মুকুল বাবু। পাশাপাশি এলাকার অবৈধ বাংলাদেশিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *