২৫ তম হরিনাম বাসর উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- একদিকে রমজান মাস,মুসলিম ধর্মাবলম্বী মানুষজন রোজা পালন করছেন।অন্যদিকে শুরু হয়ে গেছে লোকসভা ভোটের দামামা।সেই প্রেক্ষিতে জেলার প্রত্যেকটি ব্লাড ব্যাংকের মধ্যে দেখা দিয়েছে রক্তের হাহাকার। থ্যালাসেমিয়া, ক্যান্সার আক্রান্ত, ডায়ালাইসিস, এমনকি গর্ভবতী মায়েরাও প্রয়োজন অনুসারে রক্ত পাচ্ছেন না বলে রোগীর আত্মীয়স্বজনদের হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এরূপ অবস্থায় কিছুটা হলেও রক্ত সংকট দূরীকরণে এগিয়ে আসে নানুরের বড়া সাওতা অঞ্চলের মান্দার গ্রামের শ্রী শ্রী রঘুনাথজিউ হরিনাম কমিটি । আজ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনারস্ সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও শ্রী শ্রী রঘুনাথজিউ হরিনাম কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন গৃহবধূ, যুবক মিলিয়ে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। যাদের বেশিরভাগই ছিল প্রথম রক্তদাতা। হরিনাম কমিটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নানান সামাজিক কাজের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান ছিল অন্যতম। শিবিরে উপস্থিত ছিলেন , ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি ও বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক ,সমাজকর্মী অমর চাঁদ কুন্ডু, কেষ্ট পাল, বুদ্ধদেব চৌধুরী সহ হরিনাম কমিটির সম্পাদক তপন গাঙ্গুলী ও অন্যান্য সদস্যবৃন্দ।
বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক বলেন, ” যে সময় রক্তের চরম হাহাকার চলছে এবং একটি বিশেষ সম্প্রদায় ধর্মীয় উপবাস জনিত কারণে স্বেচ্ছায় রক্তদান শিবির করতে অসমর্থ্য হচ্ছে ঠিক সেই সময়ে আরেকটি সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় অনুষ্ঠানে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে যা অভিনব চিন্তা ভাবনা।হরিনাম কমিটির উদ্যোগকে সাধুবাদ জানাই।