১০০দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে পদযাত্রা তৃণমূল, ভাতারের মুরাতিপুর থেকে কালুকতাক গ্রাম পর্যন্ত।
কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ও আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিশাল পদযাত্রা ভাতারের মুরাতিপুর থেকে কালুকতাক গ্রাম পর্যন্ত।
এই পদযাত্রায় উপস্থিত আছেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ শান্তনু কোনার, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্তির কর্মদক্ষ শফিকুল ইসলাম, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তার হোসেন,
দু কিলোমিটার রাস্তা পদযাত্রা করে কালুকতাক গ্রামে একটি পথসভা হয় বক্তব্য রাখেন বিধায়ক।
বিধায়ক জানান যে, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা করছে।
১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখছে তারই প্রতিবাদে এই পথসভা ও পদযাত্রা।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।