১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনী রক্ষাকবচ মানিকের
বৈদূর্য ঘোষাল ,
শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা সংসদ এর প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কে আরও ১০ দিনের আইনী রক্ষাকবচ দিল তবে তা শর্তসাপেক্ষে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে – ‘তদন্তে সহযোগিতা করলে গ্রেফতার করা যাবে না মানিক ভট্টাচার্যকে ।’ আদালত জানিয়েছে – রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ।তবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন , -‘ সিবিআই তদন্তের প্রয়োজনে মানিক ভট্টাচার্য কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে’। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ।গত বুধবার মানিক কে দু’দিনের রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। এদিন ফের সেই রক্ষাকবচ আরও ১০ দিন বাড়িয়ে দিল আদালত ।উল্লেখ্য, ওএমআর শিট তথা প্রাথমিকের প্রায় ১২ লক্ষ উত্তরপত্র উধাও মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মানিককে নিজাম প্যালেসে যাওয়ার জন্যও বলেন। যদিও এখনও পর্যন্ত মানিক ভট্টাচার্য সিবিআইয়ের দপ্তরে যাননি। আগামী ১০ অক্টোবর পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট ।