হাট গোবিন্দপুরে বনধের বিরুদ্ধে মিছিল


জাহির আব্বাস, শক্তিগড়:,

বর্ধমান ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বনধ্ -এর রাজনীতির বিরুদ্ধে হাট গোবিন্দপুরের বাজারে একটি মিছিল বের হয়। তারা
এলাকার মানুষ ও ব্যবসায়ীদের বনধ্ উপেক্ষা করে বাজার সচল রাখার আহ্বান জানান। নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা অর্ণব দত্ত। তিনি জানান, বনধ কখনও সমাধানের পথ বের করতে পারে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনধের বিরুদ্ধে। তবে নায্য আন্দোলনের বিরুদ্ধে নয়।

Leave a Reply