Spread the love

হাজারের বেশি দুস্থ এলাকাবাসীদের বাড়ী বাড়ি শীতবস্ত্র বিতরণে মঙ্গলকোট পুলিশ

মোল্লা জসিমউদ্দিন, 

দক্ষিণবঙ্গে শীতের আভাস ক্রমশ বাড়ছে। ঠিক এইরকম পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশের এক বাস্তবিক উদ্যোগে লাভবান হচ্ছেন ‘প্রকৃত’ দুস্থরা।মঙ্গলকোটের ১৫ টি অঞ্চল এলাকায় সংশ্লিষ্ট ভিলেজ পুলিশ / সিভিকদের সহায়তায় দুস্থদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানর মঙ্গলকোট থানার উদ্যোগে কালীপুজো উপলক্ষে এলাকার দুস্থ এক হাজার মানুষকে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এছাড়াও মঙ্গলকোট থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে দেওয়া হয়েছে  শীতবস্ত্র। গত বৃহস্পতিবার  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি (গ্রামীণ ) রাহুল পান্ডে, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ সমস্ত পুলিশ আধিকারিকরা। এলাকার মানুষজন প্রাক শীতে এই শীত বস্ত্র পেয়ে মঙ্গলকোট থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলকোট থানার পুলিশ সারা বছরই নানান সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। সম্প্রতি ‘এমএসডিপি’ ব্লক মঙ্গলকোটে দেড়শো বেশি পথভিক্ষুকদের ঈদের নুতন জামাকাপড় তুলে দেওয়া হয়েছিল।

ছবি – শীতবস্ত্র বিতরণে কর্মসূচির উদঘাটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *