হাইকোর্টের নির্দেশে স্পিকারের কাছে হাজির হলো সিবিআই
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার বিকেল চারটে মধ্যে বিধানসভার স্পিকারের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এহেন নির্দেশ পেয়ে বিধানসভায় হাজির হন সিবিআই আধিকারিকরা।স্পিকার কে না জানিয়ে কী ভাবে ওই পদক্ষেপ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেই সিবিআই আধিকারিকদের ৪ অক্টোবর, অর্থাত্ সোমবার দুপুর ১টায় বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন স্পিকার। কিন্তু এ দিন স্পিকারের সামনে হাজিরা দেননি সিবিআই আধিকারিকরা। উল্টে স্পিকারের তলবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল তদন্তকারী সংস্থা।সেই মামলায় সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, স্পিকার একটি সাংবিধানিক পদ। তিনি ডাকলে হাজিরা দিতে হবে সিবিআইকে। তবে, সিবিআইয়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবেন না স্পিকার।এর পরই সোমবার বিকেল ৪টে নাগাদ স্পিকারের ডাকে সাড়া দিয়ে বিধানসভায় হাজিরা দিলেন সিবিআই আধিকারিকেরা।আজ অর্থাৎ মঙ্গলবার স্পিকারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের তলব নিয়ে মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।