স্বপ্নে তুমি

স্বপ্না ব্যানার্জ্জী

স্বপ্ন আর জীবন যেন দুই বন্ধু 
একই সুতোয় বাঁধা,
কখন আসবে কখন যে যাবে
সবটাই লাগে ধাঁধা।

ঘুমের ভিতর আসা যাওয়া তার
ঘুম ভাঙ্গলেই নাচন,
আসে শুধু সে কানের ভিতর
নেই কোনো তার বাঁধন।

মাথার ভিতর চলে উদাম নৃত্য
যেন কোনো অডিশন,
তলিয়ে গুলিয়ে ল্যাবরেটরির
প্রশ্নের গতি একি স্বপ্ন?

গোটা রাত নিশিন পাহাড়ে চলে
ঝিঁঝি পোকার ডাক,
কখনো ট্রেনে বাসে সমুদ্রে নদীতে
ভুতুরে করছে হাঁক।

হৃৎপিন্ডটার চলে ধুকপুকুনি
কেন? কখন? কিভাবে?
এমন স্বপন বাস্তবে এলে কি হবে
চিহ্নিত থাকে ভেবে ভেবে।

ঘুমের ভিতর যেদিন তুমি ভর করো
সেদিনই পাই তোমাকে একা,
আমার স্বপ্ন হয়ত তখন আবার শুরু
হবে নতুন স্বপ্ন দেখা।

Leave a Reply