স্বজনে আন্তর্জাতিক সাহিত্য আড্ডা
সম্প্রীতি মোল্লা, ,
বছর শেষে শনিবার ‘স্বজন’ আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য আড্ডা হয়ে গেল কলকাতা শিয়ালদহে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন । বাংলাদেশ থেকে এসেছিলেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক আব্দুল রশিদ চৌধুরী, অধ্যাপক জেসমিন বন্যা, সৌয়দ খায়রুল আলম সহ বাংলাদেশের এক দল কবি সাহিত্যিক। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক সাহিত্যিক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, কবি শিবশঙ্কর বক্সী, অচিন্ত্য মন্ডল ধ্রুবব্রত দত্ত, দেবনির্মল বরুন কুমার চক্রবর্তী সাহিত্যিক নাট্যকার দিবেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, সৈকত খাড়া মনীষা মজুমদার, সূচনা গাঙ্গুলি সহ প্রায় দুই শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক গন। পাশ্ববর্তী রাজ্যো সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবিগান অংশগ্রহণ করেন। কবিতা প্রতিযোগিতায় অনেক যুব নবীন প্রবীণ অনুষ্ঠানে বছর শেষে শনিবার স্বজনের আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য আড্ডা হয়ে গেল।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান, ভারতচন্দ্র রায় গুণকার স্মৃতি সম্মান সম্মান প্রদান করা হয়। প্রদান করা হয়।অনুষ্ঠানের আয়োজক ‘স্বজন’ সংগঠনের কর্নধার সম্পাদক চন্দ্রনাথ বসু জানান -” অনুষ্ঠানে সমাজসেবী সাহিত্যিকদের সারা বছর কাজ করি”। আগামী নুতন বছরের স্বাগত জানিয়ে সকলকে ধন্যবাদ সঞ্চালনা করেন মধুমিতা ধূত।