Spread the love

সোদপুর, বার্মাশেল এ “বিজয়া সম্মিলনী


দীপঙ্কর সমাদ্দার: উত্তর ২৪ পরগনা জেলার বিশেষ বড় পুজো গুলোর মধ্যে অন্যতম সোদপুর, বার্মাশেল এ “দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি”৭৫ এর দুর্গোৎসবে র “বিজয়া সম্মেলনী” তিন দিন ধরে অনুষ্ঠিত হলো সোদপুর এ তাদের নিজেদের পুজো প্রাঙ্গণে ।। প্রথম দিন বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য “চিত্রাঙ্গদা”। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল নাটক “দাদার কীর্তি” এবং সর্বশেষ দিন অনুষ্ঠানের আকর্ষণ ছিল নাটক “নটী বিনোদিনী”।। একটি নিত্যনাট্য ও দুটি নাটক ছিল অসাধারণ। “নটি বিনোদিনী” তে গিরিশ ঘোষের চরিত্রে পার্থ ভৌমিক, গুরমুখ এর ভূমিকায় সম্রাট চক্রবর্তী, রামকৃষ্ণের চরিত্রে শান্তনু দাশগুপ্ত, রাঙা বাবুর চরিত্রে প্রলয় চক্রবর্তীর অভিনয় অসাধারণ, মুন্সি আনার পরিচয় দিয়েছেন।। এছাড়াও অন্যান্য চরিত্রে চৈতালি চক্রবর্তী ,তাপসী বিশ্বাস, তনয়া দে, পঙ্কজ নট্ট , অঞ্জন মুখার্জী র অভিনয় নজর কেড়েছে।। পরিচালক অরুন দাস পরিচালনার জন্য প্রশংসার দাবি রাখে। মঞ্চোসজ্জা , আলোর প্রক্ষেপণ আরেকটু ভালোর দাবি করে নাটক অনুযায়ী । আবহ সংগীতের মুন্সিয়ানায় নাটকটি প্রাণবন্ত হয়ে ওঠে।। প্রতিটা দৃশ্যের পরেই করতালিতে মঞ্চ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।। এবারের দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ বছর এর দুর্গোৎসব খুঁটি পুজো থেকে শুরু করে বিজয়া সম্মিলনী পুরোটাই সার্থক রূপ লাভ করল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *