Spread the love

শুভ ঘোষ,

মানব জীবনে বেঁচে থাকার উৎস হল অক্সিজেন যা সবুজ বৃক্ষ থেকে পাওয়া যায় তাই মানব জীবনে জীবন জীবিকার জন্য অসংখ্য গাছ কেটে ফেলায় অক্সিজেনের মাত্রা কমতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন নদীর পার্শ্ববর্তী এলাকায় গাছ কেটে ফেলে নদীপক্ষে ক্ষতি পরিমান বাড়তে চলেছে তাই এই কাজকে বেচে রাখার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন এমন কিছু সংস্থা কর্মীরা। তারই এক নিদর্শন ৭ই নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে সোজনে খালি ইন্ডিয়ান সুন্দরবন সভাঘরে মানুষ সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে একটি কর্মযজ্ঞের যাদবপুরে ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন।(SAFI)সাউথ এশিয়ান ফোরাম ফর এনভারমেন্ট ও(STR) ডিপার্টমেন্ট অফ সুন্দরবন টাইগার ফরেষ্ট রিসিভ এবং (PFRI) পারগন ফাউন্ডেশন ফর রিচার্জ ইনভেনশনস উদ্যোগে এই সবার আয়োজন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে (Supitcha Tiyapipat-Thailand)(Alexandre HD-France),দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলী গ্রামের পঞ্চায়েত প্রধান রঞ্জন মন্ডল, বিশিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ পুনঃ বসু চৌধুরী, সুন্দরবনের ফরেস্ট ডাইরেক্টর ডঃ দ্বৈপায়ন দে ,ডঃ মালঞ্চ দে, সাউথ এশিয়ান ফোরাম ফর ইনভারমেন্ট এর অধিকর্তা তাপস রায়, সুন্দরবন ডিভিশনাল ফরেস্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অনুরাগ চৌধুরী, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *