সেখ সামসুদ্দিন, ১ ডিসেম্বরঃ পূর্ব বর্ধমান জেলা জুড়ে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার বিক্রির ক্ষেত্রে কালোবাজারির অভিযোগ উঠছে বারেবারে। এব্যাপারে নজরদারি চালাতে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে মেমারি থানার পুলিশ, জেলা কৃষি উন্নয়ন আধিকারিক ও সহ আধিকারিককে সঙ্গে নিয়ে মেমারির দেবীপুর বাজার এলাকায় একটি সারের দোকানে হানা দেয়। জেলা কৃষি দফতরের আধিকারিকগণ ওই দোকানের ব্যবসায়িক কাগজপত্র পরীক্ষা করে দেখেন। আধিকারিকগণ সব কিছু দেখে সন্তোষ প্রকাশ করেন। সেখানে কোনো গরমিল পাওয়া যায়নি। তদন্তকারী দলের পক্ষ থেকে ন্যায্য দামেই সার বিক্রির কথা বলা হয় দোকান মালিক শশীভূষণ সামন্তকে। শশীভূষণ বাবু প্রশাসন কর্তৃপক্ষকে জানান, তিনি সঠিক দামেই সার বিক্রি করেন। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির ধুনুই এলাকার একটি দোকানেও অনুরূপ অভিযান চালানো হয়।