শুভদীপ ঋজু মন্ডল,
সারেঙ্গা গ্লোবাল এডুকেশন সেন্টার এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস পালিত হল যথাযোগ্য মর্যাদায় সেন্টার প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর মহাপাত্র, আশীষ হাজরা, সেন্টারের অধ্যক্ষ জয়ন্ত খাটুয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিবেকানন্দের শিকাগো বক্তৃতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশিত হয়। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় এই ধরনের অনুষ্ঠান সারেঙ্গা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। যেখানে আজ যুবসমাজ প্রায় বিপথগামী। বিবেকানন্দের চর্চা যুব সমাজের মধ্যে আর সেভাবে দেখতে পাওয়া যায় না। সমস্ত বক্তারা বিবেকানন্দকে জানতে যুব সমাজের কাছে অনুরোধ রাখেন।