Spread the love

বিজ্ঞান, ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষ তার সুচিন্তিত ভাবধারায় আবহমান কাল থেকেই সমগ্র বিশ্বকে আকর্ষিত ও প্রভাবিত করে এসেছে। ভারতবর্ষ তার বুকে সযত্নে লালন করে এসেছে বহু মনিষীকে।
এমনই এক মানুষ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাপক ও প্রাণপুরুষ বেদান্তের প্রতিমূর্তি স্বরূপ শ্রী শ্রী ভগবান নিরলস ভাবে মানুষের মাঝে প্রেম, শান্তি ও ঐক্যের বার্তা দিয়ে চলেছেন। তাঁর সাধারণ সরল জীবনযাত্রা সকলকে আকর্ষিত করে। বিশ্বের বহু দেশ হতে মানুষ ছুটে আসে তার কাছে বেদান্ত দর্শন শেখার মানসে। বেদান্ত মানুষকে একাধারে সরল ও বলিষ্ঠ করে। মানব প্রেমিক ও কর্মী হিসাবে গড়ে তোলে। মানুষ খুঁজে পায় জীবনের উদ্দেশ্য।
৩রা জানুয়ারী ২০২৩, কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আয়োজনে বেদান্তের প্রতিমূর্তি মানব প্রেমিক শ্রী শ্রী ভগবানের ৮২তম জন্মদিবস পালিত হল। ভারতবর্ষ তথা বিশ্বের বহু বিদগ্ধ মানুষের উপস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখন।
শ্রী শ্রী ভগবান বলেন, “বর্তমান পৃথিবীর সমস্যার এইডস বা ক্যান্সার নয়। প্রেমহীনতাই সমস্যা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *