সাংবাদিক আক্রান্তের প্রতিবাদে রাইপুরের নাগরিক সমাজ
। নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া:—- রবিবার রাইপুর বি এল আর ও অফিস সংলগ্ন জায়গায় বিএলআরও অফিসের বেশ কিছু কাগজপত্র পোড়ানো কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে এলাকার বিশিষ্ট সাংবাদিক তথা সংবাদ প্রতিদিন পত্রিকার চিত্র সাংবাদিক সাধন মন্ডল ছবি তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা করেন অফিসের কর্মী অয়ন সরকার সাথে সাধন বাবুকে মারধরের চেষ্টা করেন অভিযুক্ত অয়ন সরকার। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় কাজ বলে জানান রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। তিনি বলেন কোন ক্ষেত্রেই সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া ঠিক নয়। রাইপুরের এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। ঘটনা প্রতিবাদ জানিয়ে আজ রাইপুর নাগরিক সমাজের পক্ষ থেকে বি এল আর ও তনুময় দাসের নিকট বিক্ষোভ দেখান । উপস্থিত বিক্ষোভকারীদের সাথে দীর্ঘ আলোচনায় বি এল আর ও তনুময় দাস স্বীকার করেন অফিসের কাগজপত্র পোড়ানো ঠিক হয়নি এবং সংবাদ সংগ্রহ ী বাধা দেওয়া ঠিক হয়নি। উনি বুঝতে পারেননি সাধণ বাবু সাংবাদিক তাই তিনি ছবি তুলতে আপত্তি করেছিলেন। যাই হোক আমি সমস্ত দোষ স্বীকার করে ক্ষমা চাইছি এবং আমার কর্মী অয়ন সরকার মাপ চাইছেন। রায়পুর নাগরিক সমাজের পক্ষে বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ্র মাহাত, এজারুল খান, অভিজিৎ মাহাত, দেবাশীষ দুলে, অভিজিৎ সিং (বুল্টন) সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। এখানে উল্লেখ্য বিডিও ,আইসি সকলেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বি এল আর ও অফিসে সরকারি স্ট্যাম্প দেওয়া কাগজপত্র এভাবে পোড়ানো ঠিক হয়নি বলে সকলেই জানান। অন্যায়ের বিরুদ্ধে একটি গণমুখী প্রতিবাদ দেখল রাইপুরের মানুষ।