সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে
বিজেপির খয়রাসোল অঞ্চল সম্মেলন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আসন্ন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন এবং আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে শুরু করেন অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন। আজ বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভার ২ নম্বর মন্ডলের অধীনস্থ খয়রাসোল অঞ্চলের লাউবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয় বিজেপির কর্মী সম্মেলন। এদিনের কর্মী সম্মেলনে
উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী , বিধানসভা কনভেনার সুকুমার নন্দী , মন্ডল সভাপতি রথিলাল সিংহ , ব্লক কো কনভেনার প্রদীপ রুইদাস সহ জেলা, বিধানসভা, মন্ডল এবং অঞ্চলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply