সর্পদংশনে মৃত পরিবারকে সরকারী সাহায্য


জাহির আব্বাস:,

পূর্ব বর্ধমানের জামালপুরে সাদিপুর ও হাবাসপুরের বাসিন্দা অমর কুমার দত্ত ও চাঁপা টুডু কয়েকমাস আগে সাপের কামড়ে মারা যান। জামালপুর ব্লক প্রশাসনের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরকে জানানো হলে মৃত দুই পরিবার ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পায়। ব্লক অফিস থেকে এই চেক মৃতের পরিবারের হাতে তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,বিডিও শুভঙ্কর মজুমদার, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মিঠু মাঝি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য অরবিন্দ ভট্টাচার্য্য, সদস্য প্রদীপ পাল ও ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসার ফাল্গুনী মুখার্জী সহ অন্যান্যরা। অলোক মাঝি বলেন, পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে চলেছেন, এটা একটা তার বড় প্রমাণ।

Leave a Reply