Spread the love

সপ্তম পুর্ব বর্ধমান জেলা বইমেলার শুভারম্ভ

সেখ সামসুদ্দিন,১১ জানুয়ারিঃ ‘ভাষা শিখবো, বই লিখবো এই আঙ্গিকে’ সপ্তম পুর্ব বর্ধমান জেলা বইমেলার শুভারম্ভ হলো বুধবার জামালপুরের নেতাজী অ্যাথলেটিক ক্লাব ময়দানে। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্জ্বলন করে বুধবার মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়, রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, সাংসদ সুনীল মন্ডল, অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিৎ রায়, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মন্ডল, ডেপুটি ডিরেক্টর জনশিক্ষা দপ্তর, সাথী রায়, তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক রাম শঙ্কর মন্ডল, পুর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর থানার অফিসার ইনচার্জ নিতু সিং, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সহ বর্ধমান পুরসভার কাউন্সিলর ইনতেকাব আলম, জামালপুর বিএমওএইচ সহ আরও অন্যান্য আধিকারিকগণ। এইদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছেলে মেয়েদের এমন ভাবে মানুষ করুন যাতে তারা বই লিখতে পারে। বই আমাদের সম্পদ। বই বাদ দিয়ে বাঁচা অসম্ভব। বই বিবেককে খুলে দেয়। লেখা পড়ার কোনো বিকল্প নেই। আমরা মডেল লাইব্রেরী করছি যাতে বই আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। ভাষা শিখবো, বই লিখবো এটা আমাদের সকলের অঙ্গীকার হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *