সন্দেশখালি – বনগাঁয় আক্রান্ত ইডি কে নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সন্দেশখালি এবং বনগাঁয় আক্রান্ত ইডির আধিকারিকদের নিয়ে জনস্বার্থ মামলার আবেদন জানানো হয় ।বিজেপির একাংশের পক্ষে এই মামলার আবেদন জানানো হয় বলে জানা গেছে। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় ইডি আধিকারিকদের। গত সপ্তাহে সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান শেখের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। ইডির দাবি, ওই তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি’। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডির দল সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ স্থানীয় লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।এই ঘটনায় ইডির ৩ জন আধিকারিক গুরুতর আহত হয়েছেন। আহত ইডি অফিসারদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয় বলে অভিযোগ । গাড়ি ভাঙচুর করেছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।অপরদিকে ইডির বিরুদ্ধেও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আক্রান্ত ইডি বিষয়ক মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।