সদাইপুর থানা এলাকা থেকে দেশি পাইপ গান সহ ধৃত ২ দুষ্কৃতী

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাট এলাকার বগটুই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সেখানে সরজমিনে এসে জেলার সর্বত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথা বলেন পুলিশের কাছে।জেলা পুলিশের তৎপরতায় বহু থানা এলাকা থেকে বোমা,বোমা তৈরীর মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত।শুক্রবার রাতে সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানা এলাকার রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাশের কাছে অতর্কিতে হানা দিয়ে দুই দুস্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে।জানা যায় ধৃতরা দুজনেই সদাইপুর থানার কুইঠা গ্রামের সফিউর রহমান ওরফে সফু এবং জামথলিয়া গ্রামের সেখ আনসার ওরফে সেখ বাবর।পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দু’রাউন্ড কার্তুজ সহ একটি দেশী পাইপ গান উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা ডাকাতির উদ্দেশ্যেই বেরিয়েছিল রাতের দিকে । পুলিশ খবর পেয়ে ডাকাতির আগেই ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। উল্লেখ্য, সফিউর রহমান আগেও অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল বলে পুলিশের কাছে চিহ্নিত।ধৃতদের শনিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply