রাস্তার ধারে শুকিয়ে যাওয়া গাছ কাটার দাবিতে পথ অবরোধ
সেখ সামসুদ্দিন, ১৪ মেঃ শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি ১ ব্লকের নিমো মালপাড়া এলাকায় রাস্তার ধারে শুকিয়ে যাওয়া গাছ কাটার দাবিতে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত মেমারি থানার পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রাস্তার ধারের ওই গাছটি দীর্ঘদিন ধরে শুকিয়ে বিপদ সংকেত হয়ে দাঁড়িয়ে আছে। কখনো কখনো শুকনো ডাল ভেঙ্গে রাস্তায় পড়ছে, কখনো বা গাছের নিচে থাকা বাড়ির ছাউনির উপর পড়ে। ফলস্বরূপ ছোটখাটো বিপদ লেগেই থাকছে, আতঙ্কে দিন কাটাচ্ছেন শুকনো গাছের নিচে থাকা পরিবারগুলির। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন। ফলাফল না পাওয়ায় শনিবার মেমারি নিমো মালপাড়া মোড়ে পথ অবরোধ করল স্থানীয়রা। তাদের দাবি এই গাছ কেটে ফেলা হোক, যাতে করে বিপদের হাত থেকে মানুষ রক্ষা পায়। মেমারির জি টি রোডে পথ অবরোধ করলে ৩০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।