সাধন মন্ডল,
আজ শিশু দিবস এই উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান চলছে ।খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয় এর উদ্যোগে শিশু মনস্তত্ত্ব বিষয়ে অভিভাবকদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের শ্রেণিকক্ষে।অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক বিভাগ) জগবন্ধু ব্যানার্জি ,সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌরীশংকর নাগ, ওন্দা থানা মহাবিদ্যালয় এর অধ্যাপক জয়মাল্য পরামানিক, ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষিত মাহাত সহ বিশিষ্ট মানুষজন ।অভিভাবকদের কাছে শিশু মনস্তত্ত্ব বিষয়ে বিশদ তথ্যমূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ ও সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রণব হাজরা। মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী বলেন শিশুদের মন বুঝতে হবে আমাদের তাদের আগামী দিনের পথ চলাকে মসৃণ করতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি ।আজকে শিশুদের মধ্যে শ্রদ্ধাবোধ অনেকটাই হারিয়ে যেতে বসেছে শিশুদের মনের মধ্যে গুরুভক্তি ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে তাহলেই সমাজ উন্নত হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।