শিরোনামহীন কবিতা
অন্তরা সিংহরায়
কেউ কথা রাখে , কেউ রাখে না
কেউ আসবে বলে ফিরে গেছে কতকাল
একা বসে তবু শিরোনামহীন কবিতা ।
রাত গভীর হয় ,বুকে ফুঁড়ে ওঠে কাঁটা
স্বপ্নের লাশে আজ বড়ো দুর্গন্ধ
ইচ্ছের ফড়িং উড়েছে কবেই
একা বুঝি শিরোনামহীন কবিতা।
তবুও চিন্তার বাতিঘরে জ্বলে ওঠে কবিতা
রোদের ক্যানভাসে আঁকে বুঝি
তারাদের আসর ,
সব তারা আছে দিনভর আকাশে
ঠোঁটে চেপে রেখে ভালোবাসা ,
বেলা অবেলায় হৃদ-সাগরে
ডিঙি এক শিরোনামহীন কবিতা।