শিখতে শিখতেই আয়ের সুযোগ দেবে অ্যাসেনটিভ এডুকেয়ারের নতুন কোর্স,
রাজকুমার দাস,
‘শিখতে শিখতেই আয় করুন’! অল্প আয়ের পরিবারের উদ্যমী তরুণ-তরুণীদের জন্য এমন সুবিধাযুক্ত নতুন কোর্স আনল অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড। শিল্পমহলের আজকের দিনের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে, রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে এল এই অ্যাডভান্সড কোর্স। পাঠ্যক্রমটির বৈশিষ্ট্য হল, তিন মাসের প্রশিক্ষণ শেষে শুরু হয়ে যাবে অন জব ট্রেনিং বা ওজিটি। ছাত্রীছাত্রীদের বিভিন্ন শিল্পবাণ্যিজ্য ক্ষেত্রে যুক্ত করে প্রশিক্ষণ চলবে। একাধারে শেখার পালা চলবে, পাশাপাশি আয়ও করতে পারবেন তাঁরা। ওজেটি শেষ হলে প্লেসমেন্ট পাবেন ছাত্রছাত্রীরা। প্রশিক্ষণের খরচের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের শিক্ষাঋণের ব্যবস্থাও আছে। অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড-এর তরফে অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, উদ্যমী তরুণ-তরুণীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে এই কোর্স। শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত।
প্রসঙ্গত, গত ১০ বছর ধরে ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন-এর নানান বাস্তবোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড। জাতীয় শিক্ষা নীতি ঘোষিত হওয়ার পর এখন সময় এসেছে প্রশিক্ষণ আরও বেশি বাস্তবিক ও শিল্পক্ষেত্রে কাজের উপযোগী করে তোলার। সেকথা ভেবেই এল নতুন পাঠ্যক্রম।