সাধন মন্ডল,

বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকার। বিদ্যালয় অন্ত প্রান একমাত্র শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় আগামীকাল শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হবেন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক প্রতিবছর 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের বাছাই করা শিক্ষকদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হয় এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে করোনা পরিস্থিতির কারণে জেলায় জেলায় ভার্চুয়াল সভার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হবে। এবার রাইপুর ব্লকের চাতরী পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় এবারে এই সম্মানে সম্মানিত হতে চলেছেন আগামীকাল বাঁকুড়া জেলা শাসকের কার্যালয়ে তাকে এই সম্মান প্রদান করবেন জেলাশাসক কে রাধিকা আয়ার, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আধিকারিক বৃন্দ। এখানে উল্লেখ্য আদিবাসী প্রধান এলাকায় এই বিদ্যালয়টি গড়ে উঠেছে বামফ্রন্ট আমলে তারপর থেকে বিদ্যালয়টির প্রাণ প্রতিষ্ঠা করেছেন কৌশিক বাবু বলে এলাকার মানুষ জানান। তারা বলেন কৌশিক বাবু বিদ্যালয়টিকে জঙ্গলমহলের শান্তিনিকেতন গড়ে তুলেছেন আর তার এই পরিশ্রমের ফসল শিক্ষারত্ন সম্মানতিনি পেতে চলেছেন। এর আগে বিদ্যালয়টি নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশু মিত্র পুরস্কার ছিনিয়ে এনেছে। উল্লেখ্য এই বিদ্যালয়ের 2017 সালে উচ্চমাধ্যমিকে সাগুন মূর্মু অল চিকি বিভাগে রাজ্যে প্রথম ও 2019 সালে অল চিকি বিভাগে রাজ্যে যুগ্ম প্রথম স্থান অধিকার করে দুইবোন অনিমা ও সনকা মুর্মু। বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়টি জেলার মধ্যে সাফল্যের শিখরে রয়েছে বলেই দাবি করেন পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক মান সিং মাহাত। তিনি আরো বলেন প্রধান শিক্ষকের এই সম্মানে তিনি ও এলাকাবাসী এবং ছাত্র ছাত্রীরা গর্ব বোধ করছেন। শিক্ষারত্ন সম্মাননা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আমার সন্তান তাদের ভালো ভাবে রাখতে পারা ও সুস্হ সংস্কৃতির সাথে পড়াশুনার প্রতি আগ্রহ তৈরি করাই আমার মূল লক্ষ্য। আমি তা চেষ্টা করে চলেছি মাত্র।

Leave a Reply