শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর রোদ্দুর রায়ের,
বৈদূর্য ঘোষাল ,
সোমবার দুপুরে ব্যাংকশাল আদালত বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় কে শর্তসাপেক্ষে অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। এর আগে গত ৯ জুন রোদ্দুর রায় কে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে জামিন মঞ্জুর করা হয়নি। সেসময় রোদ্দুর রায়কে আরও পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। গত ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হয় । গত ১৫ জুন ফের আদালতে তোলা হলেও স্বস্তি মেলেনি। একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় জেলবন্দিই ছিলেন তিনি। অবশেষে এদিন আইনী স্বস্তি পেলেন বিতর্কিত ইউটিউবার। এদিন আদালত জানায় -‘ নিজের কৃতকর্মের জন্য ভিডিও তৈরি করে ক্ষমা চাইতে বলা হয়েছে রোদ্দুরকে’। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগও দায়ের হয়েছিল। সেই মামলাতেই ভিডিও করে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।