লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিংহের জামিন মঞ্জুর 


নিজস্ব প্রতিনিধি, 

বিতর্কিত নেতা রাকেশ সিংহের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট


চলতি বছরের  ২৩ ফেব্রুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, প্রায়  ন’মাস পর কোকেন কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি  নেতা রাকেশ সিং জামিন পেলেন।বুধবার  রাকেশের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ।কোকেন কাণ্ডে প্রথমে বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করেছিল নিউ আলিপুর থানার পুলিশ। পামেলার অভিযোগের ভিত্তিতে রাকেশকে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। কিন্তু হাজিরা দেওয়ার কথা থাকলেও তা দেননি বিজেপি নেতা। বরং আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এর পর গা ঢাকা দেন বিজেপি নেতা। ২৩ ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে খোঁজ ছিল না তাঁর। সেদিনই দিল্লি যাওয়ার কথা ছিল রাকেশ সিং-এর। কিন্তু বিমানের টিকিটও বাতিল করে দেন তিনি। পুলিশ সূত্রে খবর, রাকেশ সিং-এর বিরুদ্ধে এই মাদক পাচার কাণ্ডে সরাসরি কোনও অভিযোগ ছিল না। কিন্তু ধৃত পামেলা গোস্বামীকে জেরা করে তাঁর নাম উঠে আসার কারণেই সাক্ষী হিসেবে রাকেশ সিং-কে ডেকে পাঠানো হয়েছিল। রাকেশের দুই ছেলেকেও আটক করেছিল লালবাজার।এরপর আজ জামিন মিললো বিজেপি নেতা রাকেশ সিংহের। 

Leave a Reply