সাধন মন্ডল,
রোহিনী উৎসবে মেতেছে রাঢ় বাংলার মানুষজন। এখানে উল্লেখ্য জৈষ্ঠ্য মাসের 13 তারিখ রাঢ় বাংলার ঘরে ঘরে পালিত হয় রোহিনী উৎসব ।রোহিনী উৎসবকে মাটি উৎসব ও বলা হয়ে থাকে।এদিন মাঠ থেকে পুজোর মধ্য দিয়ে ঝুড়ি ভরে মাটি নিয়ে আসা হয় বাড়িতে আসার পথে কোন রকম কথা বলা ও হাসি নিষেধ একমনে ভক্তিভরে মাটি নিয়ে এসে তুলসী তলায় নামিয়ে রেখে পুজো করা হয়। এই মাটি বাড়ির বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বা শুভ কাজে ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানান। এই উৎসব পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে বলে রায়পুরের ধরমপুর গ্রামের মহিলারা আমাদের জানালেন। তারা বলেন এই দিনে বিভিন্ন জায়গায় মনসা পূজো ধুমধাম এর সহিত অনুষ্ঠিত হয়। এছাড়া এই দিন থেকেই আগামী আমন ধানের বীজ ফেলার কাজ শুরু হয় ।এটা একটা শুভ দিন এই সংস্কৃতি বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেকটা লোপ পেতে বসেছে বলে স্বীকার করে নেন স্থানীয় বয়স্ক মহিলারা। তারা বলেন অতীতে ধুমধাম এর সহিত এই দিনটি পালিত হতো বাংলার ঘরে ঘরে এখন অনেকটা ম্লান হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।