সাধন মন্ডল,
রায়পুর যুব কল্যাণ সংঘের পরিচালনায় চুয়াড় বিদ্রোহ কাপ 2021 অনুষ্ঠিত হলো রায়পুর সবুজ সংঘ ফুটবল ময়দানে। দুদিনের এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মোট 16 টি দল অংশগ্রহণ করেছিল। গতকাল আটটি দলের খেলা হয় এরপর বাকি আটটি দলের খেলা আজ অনুষ্ঠিত হল। এরপর চূড়ান্ত প্রতিযোগিতায় যে দুই ফুটবল দল অংশগ্রহণ করে তারা হলেন রায়পুর বি কে এস জি ইউ বনাম শিলদা সরেস স্পোর্টিং। টানটান উত্তেজনায় চূড়ান্ত পর্যায়ের খেলাটি শেষ হয় 1 – 0 গোলে। খেলায় জয়লাভ করে রায়পুর বি কে এস জি ইউ। খেলা শেষে বিজয়ীদের হাতে সাম্মানিক ও ট্রফি তুলে দেন মঞ্চে উপস্থিত বিশিষ্টরা। মঞ্চে উপস্থিত ছিলেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব দুলে, বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস, পল্টু রজক, বিশ্বজিৎ ঘোষাল, শিক্ষক মুচিরাম দুলে সমাজসেবী গণেশ মাহাতো, পরিমল মাহাতো, মান সিং মাহাতো, সৌরভ মাহাতো প্রমূখ এই ফুটবল প্রতিযোগিতায় আজকের ম্যান অফ দ্যা ম্যাচ জ্যোতি মুর্মু এবং ম্যান অব দ্যা সিরিজ এর খেতাব জিতে নেন বিদেশী খেলোয়াড় জন ভাই। খেলাকে কেন্দ্র করে প্রায় আট হাজার ফুটবলপ্রেমী হাজির হয়েছিলেন ফুটবল মাঠে। উল্লেখ্য এখানের খেলায় বিদেশি খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছিল তা দেখতেই সবচেয়ে বেশি ভিড় জমে আজকের চূড়ান্ত পর্যায়ের খেলায়।