সাধন মন্ডল,
রায়পুর সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল চারটে নাগাদ। কলকাতা বডিগার্ড পুলিশ লাইন্সে বসে তিনি বেশকিছু পুজোর উদ্বোধন করেন তারমধ্যে বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকার রায়পুর সার্বজনীন দুর্গাপূজা ও সিমলাপাল সর্বজনীন দুর্গাপুজো ভার্চুয়াল উদ্বোধন করেন। রায়পুরের পুজো উদ্বোধনে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার, বিশিষ্ট শিক্ষক সমাজসেবী জগবন্ধু মাহাতো, গৌতম বিশ্বাস, রায়পুর থানার আইসি বিশ্বজিৎ মন্ডল, বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষাল কোষাধক্ষ্য তপন দাস রাধামাধব মুখার্জি সহ বিশিষ্ট মানুষজন। পুজো ভার্চুয়ালি উদ্বোধনের পর পুজো মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন আমরা রায়পুরের্্ এবারে জ পূজেোয় একটু চমক নিয়ে এসেছি। আমার বিধানসভা এলাকায় এই পুজো মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো যা আমাদের উপরি পাওনা ও এলাকার ইতিহাস। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন খুব ভালো লাগছে আমাদের এলাকার পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন রায়পুর সর্বজনীনের এবারের মাতৃমূর্তি ও পুজো প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আশা করি বিশ্ব বাংলা পুজো প্রতিযোগিতায় স্থান করে নেবে পূজা কমিটি র সম্পাদক শান্তনু মিশ্র বলেন এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ আমরা এবারের পূজোতে একটু নতুনত্ব নিয়ে এসেছি আশা করি মণ্ডপে আসা দর্শনার্থীদের ভালো লাগবে পঞ্চমীর দিন থেকেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে গতবছর করোনার কারণে সেভাবেই আনন্দ উপভোগ করতে পারেননি এলাকাবাসী এবারে সেটা পুষিয়ে নেবেন বলেই আমাদের ধারণা আজকের মানুষের উপস্থিতি তার প্রমাণ দেয়