রাজ্যের নুতন এজি পদে এসএন গোপাল মুখার্জি
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
মঙ্গলবার দুপুরে হঠাৎই মেয়াদ শেষ হওয়ায় অনেক আগে থেকেই রাজ্যের এডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন আইনজীবী কিশোর দত্ত। এই ইস্তফা পত্র সাথেসাথে গ্রহণ করেছেন রাজ্যপাল। এরপর ঘন্টা খানেক পর রাজ্যের তরফে নুতন এডভোকেট জেনারেল পদে এস এন গোপাল মুখার্জির নাম ঘোষণা করা হয়।যিনি সর্বাধিক গোপাল বাবু নামেই পরিচিত রাজ্য আইনজীবী মহলে।গোপালবাবু থেকে লণ্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে থাকেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন গত ১৯৮৬ সালে। সম্প্রতি নন্দীগ্রাম গণনা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন তিনি।এছাড়া নারদায় মুখ্যমন্ত্রীর নাম সংযোজন, আর্থিক জরিমানা মামলায় মুখ্যমন্ত্রীর হয়ে আদালতে সওয়াল করতে দেখা গেছে গোপালবাবুকে।উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে হলেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত এজি। বিজেপি সাংসদ হিসেবে কৃষ্ণনগর থেকে জিতেছিলেন সত্যব্রত বাবু।রাজনীতির ময়দানে জুলুবাবু বলে পরিচিত সত্যব্রত মুখোপাধ্যায় । তার পর বাজপেয়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন।তাঁরই সুযোগ্য পুত্র সৌমেন্দ্রনাথ গোপাল মুখোপাধ্যায় হলেন রাজ্যের নুতন এজি।