খায়রুল আনাম,
বীরভূম : বিভিন্ন সময় জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির জেলার দুই সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা ও সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনে বিজেপিরই একাংশ পোস্টার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন কী, এই পোস্টার বিতর্ক থেকে বাদ যাননি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুপম হাজরাকে তার পদ থেকে যেমন সরিয়ে দিয়েছে তেমনি তার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। মানুষ এবং মাটি বিচ্ছিন্ন এই ব্যক্তি মাঝেমধ্যে সমাজমাধ্যমে ভেসে থাকার যে প্রয়াস চালাতেন তাও এখন প্রায় উধাও। এবার মল্লারপুর-১ তৃণমূলের অঞ্চল সভাপতির পক্ষে বিভিন্ন জায়গাতে কারও নামোল্লেখ না করে বিরোধী দলনেতার টাকা নেওয়ার ছবি-সহ ফ্লেক্স টাঙানোকে কেন্দ্র করে আবারও বিতর্ক দেখা দিয়েছে। বলা হচ্ছে, যিনি টাকা নিয়েছেন তিনি এখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে নিজেকে সৎ প্রমাণ করতে মরিয়া। বিজেপি বলছে, রামমন্দিরের উদ্বোধনে সকলকে স্বাগত জানিয়ে যে ফ্লেক্স টাঙানো হয়েছিলো তা ঢাকতেই এই কাজ করা হয়েছে। আর এনিয়েই চলছে চর্চ্চা।