রাইপুর থানা পুলিশের বড়সড় সাফল্য :
সাধন মন্ডল,
—–চুরি যাওয়ার 72 ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল রাইপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সানি সিং ও কৃষ্ণ সিং নামে দুজনকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকা থেকে গ্রেপ্তার করলো, রায়পুর থানা পুলিশ। উল্লেখ্য গত সোমবার অধিক রাত্রিতে রাইপুর ইসকন কৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণ ,রাধারানী ও অন্যান্য বিদ্রোহের চুরি যাওয়া সোনা রুপোর গহনা সামগ্রীর কিছুটা সহ প্রণামী বাক্সের টাকা উদ্ধার করল এবং তাদের মধ্যে দুজনকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে আজ শুক্রবার খাতড়া মহকুমা আদালতে পাঠালেন রাইপুর থানা পুলিশ।। পুলিশ সূত্রে জানা যায় বাকিদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই বাকিদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে রাইপুর এলাকার মানুষজন মনে করেন। এখানে উল্লেখ্য কিছুদিন আগে রাইপুরের কেন্দুয়া পাড়া গ্রামের কানাই মন্ডল নামে এর ব্যবসায়িক বাড়িতে সন্ধ্যেবেলায় চুরির ঘটনা ঘটেছিল এবং সেই দিনেই কয়েক ঘন্টার মধ্যে কংসাবতী নদী থেকে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছিল সারেঙ্গা ও রাইপুর থানার পুলিশ আক্রমণের মাধ্যমে পরে তাদের মধ্যে অন্যতম পান্ডাকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে রাইপুর থানার পুলিশ বুধবার। আবার বৃহস্পতিবার কৃষ্ণ মন্দিরের চুরি চুরির কিনারা করল রাইপুর থানা পুলিশ।